একটি পুকুরের বাস্তুতন্ত্রের কি কি উপাদান থাকে তা নিম্নে আলোচনা করা হল-
ক. অজীব উপাদান (Abiotic Components)
উল্লেখযোগ্য অজীব উপাদানগুলি হল- জল, অক্সিজেন, সূর্যালোক, মাটি, বায়ু, কার্বন-ডাই-অক্সাইড, ক্যালসিয়াম, ফসফরাস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অ্যামাইনো এসিড, নাইট্রোজেন, ক্যালসিয়াম প্রভৃতি।
পুকুরের বাস্তুতন্ত্র |
খ. জীবজাত উপাদান(Biotic Components )
জীবজাত উপাদানগুলিকে মোট তিন ভাগে বিভক্ত করা যায়। যেমন- উৎপাদক, খাদক এবং বিয়োজক।
A. উৎপাদক ( Producer):
বিভিন্ন প্রকার ফাইটোপ্লাঙ্কটন, যেমন- স্পাইরোগাইরা, ভলভক্স, প্রভৃতি। এছাড়া বৃহৎ উদ্ভিদ যেমন- হাইড্রিলা, পদ্ম, শালুক, কচুরিপানা, টোপাপানা প্রভৃতি।এই উদ্ভিদ গুলি সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং জলের মধ্যে অক্সিজেন সরবরাহ করে।
B. খাদক (Consumers) :
পুকুরে কয়েক প্রকার খাদক লক্ষ্য করা যায়। যেমন-
i) প্রথম শ্রেণীর খাদকঃ
বিভিন্ন প্রাণীপ্লাঙ্কটন জলের কীটপতঙ্গ প্রভৃতি জলজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে ।
ii) দ্বিতীয় শ্রেণীর খাদকঃ
ছোট ছোট মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি প্রভৃতি প্রথম শ্রেণীর খাদকদের খেয়ে বেঁচে থাকে।
iii) তৃতীয় শ্রেণীর খাদকঃ
বড় বড় মাছ। যেমন- শোল, বোয়াল। এছাড়া বক, পানকৌড়ি, সাপ প্রভৃতি দ্বিতীয় শ্রেণীর খাদকদের খেয়ে বেঁচে থাকে
C. বিয়োজকঃ
পুকুরে বিভিন্ন রকমের পরজীবী এবং মৃতজীবী বসবাস করে। যেমন- বিভিন্ন প্রকার ছত্রাক এবং ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের উপর জন্মায় এবং পচন ঘটায়। ধীরে ধীরে বিয়োজিত করে জটিল যৌগগুলি ভেঙে সরল জৈব যৌগে পরিণত করে। পরবর্তীতে মৌলগুলি পরিবেশে ফিরে যায়।